ঘর থেকে বাহির হতে চান? মুভমেন্ট পাস অ্যাপস !! MOVEMENT PASS APPS


 

📢জরুরী পোষ্ট 📢 সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ!!

   মুভমেন্ট পাস অ্যাপস !! MOVEMENT PASS APPS .


ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে মানুষের অনিয়ন্ত্রন ও অপ্রয়োজনীয় চলাচলা রোধে এবং জরুরী প্রয়োজনে যাতায়াতের নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হয়েছে মুভমেন্ট পাশ অ্যাপস। দেশের যেকোন নাগরিক এই “মুভমেন্ট পাশ” নামের এই অ্যাপসটির মাধ্যমে কয়েকটি তথ্য সরবরাহের করে খুব সহজেই ‘পাশ’ সংগ্রহ করতে পারবেন।  


এই অ্যাপটি ব্যবহার করলে একদিকে যেমন জরুরী প্রয়োজনে নাগরিকদের চলাচল নিশ্চিত করা যাবে, অন্যদিকে মানুষের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত চলাচলকেও বন্ধ করা যাবে। 


আবেদনের নিয়মাবলী:

 

১. আবেদনকারীকে www.movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘পাশ’ এর জন্য আবেদন করতে হবে।


২. শুরুতে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। বক্সে সেই তথ্য প্রদান করতে হবে। এরপর একটি নির্দিষ্ট ফর্মে আবেদনকারীর নিকট থেকে কিছু তথ্য চাওয়া হবে। সেইসব তথ্য ধাপে ধাপে প্রদান করতে হবে। এরপর আপনার একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে। 


৩. জমা দেওয়া ফর্মে আবেদনকারীর প্রদত্ত তথ্যাবলীর ভিত্তিতে মুভমেন্ট পাশ ইস্যু করা হবে। সাইট থেকেই পাশটি ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। 


৪. চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে পাশটি প্রদর্শন করতে হবে।


করোনার ভয়াবহ বিস্তার রোধে চলমান লকডাউনে প্রয়োজনীয় চলাচল নিশ্চিত করতে মুভমেন্ট পাশ অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে পাশ সংগ্রহ করার জন্য দেশের সম্মানিত নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে। অনিয়ন্ত্রন চলাচল রোধে দেশের নাগরিকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ পুলিশ। সর্বদাই জনগনের পাশে, বাংলাদেশ পুলিশ।


MEDIA & PUBLIC RELATIONS

BANGLADESH POLICE, PHQ


#pass #movment

Post a Comment

Previous Post Next Post