আজকে আমরা IMO account-এর গুরুত্বপূর্ণ কিছু সেটিংস নিয়ে আলোচনা করব।
IMO ACCOUNT SETTINGS
Last Seen :
- যদি আপনি last seen অপশনে গিয়ে everyone এর পরিবর্তে no body দিয়ে রাখেন তাহলে আপনি কখন ইমোতে অ্যাকটিভ ছিলেন কেহ বুঝতে পারবে না।
Avatar:
- আপনি যদি Avatar অপশনে গিয়ে everyone এর পরিবর্তে no body করে রাখেন তাহলে কেউ আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পারবেনা।
Read Receipts:
- যদি আপনাকে ইমুতে কেউ মেসেজ করে এবং সেই মেসেজ আপনি সিন করেন তাহলে সাধারণত বিপরীত পাশের ব্যক্তির বুঝতে পারে আপনি তার মেসেজ সিন করেছেন। যদি আপনি "Read Receipts"অপশনে গিয়ে no body সিলেক্ট করে দেন তাহলে আর কেহ বুঝতে পারবে না যে,আপনি তার মেসেজ সিন করেছেন।
Calls:
- বিভিন্ন সময় অপরিচিত নাম্বার থেকে ইমুতে কল আসে। আপনি ইচ্ছে করলে "Calls"নামক অপশনের মাধ্যমে খুব সহজে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করতে পারবেন। এই অপশনটি সাধারণতeveryone করা থাকে।আপনি যদি পরিবর্তন করে my contacts করে দেন, তাহলে শুধুমাত্র আপনার কন্টাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ করা আছে তারাই আপনাকে কল করতে পারবে।
Real Time Chat:
- আপনি যখন কোন কিছু টাইপ করেন, তখন আপনার বিপরীত পাশের ব্যক্তির স্ক্রিনে আপনার লেখাগুলো তৎক্ষণাৎ উঠে যায়। আপনি যদি এটি বন্ধ করতে চান তাহলে "রিয়েল টাইম চ্যাট" অপশনটি অফ করে রাখুন।
Method for Add Me:
- এই সেটিং এর মাধ্যমে আপনি নির্ধারণ করে দিতে পারবেন কারা আপনাকে ইমুতে এড করতে পারবে।
সতর্কীকরণ:
সোর্স উল্লেখ করা ব্যতীত কপি করা নিষেধ।
সোর্স: মুসলিম টেকনিশিয়ান গ্রুপ।