বাংলা ফ্রি ফন্ট ডাউনলোড


 বাংলা ফ্রি ফন্ট ডাউনলোড


ফন্ট। গ্রাফিক্স ডিজাইনের গুরুত্বপূর্ণ একটা অংশ।
বাংলা লেখার ডিজাইনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে
মূলত ফন্ট ব্যাবহার করা হয়। সাধারণ কোন লেখাকেও
অসাধারণভাবে ফুটিয়ে তোলা যায়, যদি ফন্ট যুক্ত করা হয়।

আজকে আপনাদের সাথে বাংলা ফন্ট ডাউনলোডের
জনপ্রিয় কিছু সাইট শেয়ার করবো ইনশাআল্লাহু তায়ালা।

• লিপিঘর ডটকম
https://lipighor.com

• ফন্ট বিডি ডটকম
https://fontbd.com

• অক্ষর৫২ ডটকম
https://okkhor52.com

• বাংলা ফন্ট ডটকম
https://banglafont.com

• একুশে ডট ও আরজি
http://www.ekushey.org

• ওমিক্রন ল্যাব ডটকম
https://www.omicronlab.com

• বাংলা ফন্ট লাইব্রেরি ডটকম
https://banglafontlibrary.com

প্রিমিয়াম ফন্টের ব্যাপারেঃ

প্রিমিয়াম ফন্ট হচ্ছে যেগুলো আপনি ব্যবহার করার জন্য
কিনতে হবে। এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক ডিজাইনে ব্যবহার করতে পারবেন। ttf file কাওকে বিতরণ করা সম্পূর্ণ অবৈধ।

(লিপিঘর এবং ফন্টবিডি ওয়েবসাইটে দারুণ কিছু
প্রিমিয়াম ফন্ট আছে। চাইলে কিনতে পারেন।)

কিভাবে কিনবেন?

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে (বিকাশ রকেট)
খুব সহজেই কিনতে পারবেন প্রিমিয়াম ফন্টগুলো।

বিশেষ দ্রষ্টব্যঃ

গ্রুপে প্রিমিয়াম ফন্ট আদান-প্রদান সম্পুর্ন নিষিদ্ধ।

সোর্স উল্লেখ করা ব্যতীত কপি করা নিষেধ।
সোর্স: মুসলিম টেকনেশিয়ান গ্রুপ

Post a Comment

Previous Post Next Post