জন্ম নিবন্ধন করবেন ভাবছেন?

 



জন্ম নিবন্ধন করবেন ভাবছেন,
আর ভাবনা নয় স্বপ্ন এখন সত্যি, দেশ এখন ডিজিটাল, ইউ‌নিয়ন ডি‌জিটাল সেন্টার/ অনলাইন সার্ভিস/ দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। হ‌্যা কিছ‌ু ব্যাপার থা‌কে, অামরা না চাই‌লেও, অ‌নেক সময় অ‌তি উৎসাহ নি‌য়ে ও‌দের বে‌শিই দেই। লাগুক বা না লাগুক সরকারী সেবা যে ফ্রিতে পাওয়া অাপনার অ‌ধিক‌ার, সেটা যেন অামরা ভুল‌তেই ব‌সে‌ছি। অ‌নে‌কে বল‌বেন, জন্মনিবন্ধন সার্ভার অ‌নেক সময় ডাউন থা‌কে। তবুও বলব এগু‌লি সরকা‌রের সাফল‌্য । গ্রু‌পের অ‌নে‌কের জন্ম‌নিবন্ধন অা‌মি নি‌জে ক‌রে দি‌য়ে‌ছি। যেটার যে সরকারী ফি বা ফ্রি সেটা দি‌য়েই ক‌রে‌ছি। অ‌তি‌রিক্ত অর্থ চায়‌নি কতব‌্যরতরা, লা‌গেও‌নি। প্রয়োজনীয় সংযু‌ক্তির কাগজ গু‌লি নি‌য়ে যাবেন, কাজ শে‌ষে র‌শিদ চে‌য়ে নি‌বেন। প‌রিবর্তন দরকার। বিশ্বাস হয়ত হ‌চ্ছেনা, অনলাই‌নে সু‌বিধায় সব‌চে‌য়ে বড় ব‌্যাপার হ‌চ্ছে, অাপনার প্রতি‌টি বানান ভুল হবার সম্ভাবনা নেই। ‌দে‌শে অ‌নেক কিছুই ঘ‌রে ব‌সে করা যায় চাই অাপনার স্ব‌দিচ্ছা।
আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার।
জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
নতুন জন্ম নিবন্ধন আবেদন
জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
মো:ইব‌নে অাবদুল্লা

Post a Comment

Previous Post Next Post