এডমুক্ত ফাইল শেয়ারিং এর জন্য বেষ্ট এপ

 


এডমুক্ত ফাইল শেয়ারিং এর জন্য বেষ্ট এপ

Android এ ফাইল শেয়ারিং এর জন্য কোন এপের নাম

আসলেই মনে পড়ে যায় SHAREit এর কথা।


সবই ঠিকাছে কিন্তু একটা জায়গায়তেই মেজাজটা গরম

হয়ে যায়। তা হচ্ছে আজেবাজে কুরুচিপূর্ণ এড।


তো এটার কি কোন সমাধান নেই??


এটার সমাধান SHAREit কর্তৃপক্ষই দিয়েছিলো.. গুগল

প্লে স্টোরে SHAREit Lite এপ লঞ্চ করে। কিন্তু এখন

সরাসরি সার্চ করলে পাওয়া যায়না প্লে স্টোরে।

গুগলে সার্চ করলে প্লে স্টোরের লিংক আসে।

(অনেকের নাকি আবার আসেনা)


সুবির্থে নিচে লিংক দিয়ে দিচ্ছি।

সেখান থেকে খুব সহজে ডাউনলোড করা যাবে।


যাহোক। ২ টা কারণে SHAREit Lite আমার কাছে

সবচেয়ে বেষ্ট মনে হয়েছে। সেগুলো হচ্ছে।


১. এডের কোন ঝামেলা নেই। সুন্দর ইন্টারফেস।


২. নরমাল SHAREit এ কোন ফাইল সিকেক্ট করে

তারপর যাকে দিচ্ছেন তার ডিভাইসের সাথে কানেক্ট

করতে হয়। তো অনেকসময় দেখা যায় ঝামেলা করে 

কানেক্ট হতে। কিন্তু SHAREit Lite এ সর্বপ্রথম 

কানেক্ট করতে হয় তারপর আরামসে শেয়ার করলেন। 


(হ্যাঁ SHAREit Lite টু SHAREit/Lite 

দুটাতেই ফাইল শেয়ার করা যাবে। সমস্যা নেই)


লাইট হলে কি। কথায় আছে

ছোট মরিচের ঝাল বেশি 🔥


তো আর দেরি কেনো। 

ডাউনলোড করতে click করুন!


Post a Comment

Previous Post Next Post