সুন্দর মানুষ লিরিক্স - প্রীতম হাসান - বিশ্বসুন্দরী - Sundor Manush Lyrics - Pritom Hasan



গানঃ সুন্দর মানুষ

শিল্পীঃ প্রীতম হাসান

কথাঃ রাকিব হাসান রাহুল

সুরঃ প্রীতম হাসান

ছায়াছবিঃ বিশ্বসুন্দরী


আকাশের রঙ, সাগরের জল
মিলেমিশে হয়ে যায় নীল,
রাত্রি কি দিন, ক্লান্তি হীন
চল উড়ে যাই হয়ে গাংচিল।

 
প্রকৃতির বুকে হারিয়ে গেলেই
ভালো থাকা হবে শুধুই,
ইচ্ছে মতো কাটাই এ জীবন
যেখানে মুখসে পড়বে না বাঁধা কোনো,
সুন্দর মানুষের মন হয় না সুন্দর
মুখের হাসির মতন,
হাসির মতন, হো..
সুন্দর মানুষের মন হয় না সুন্দর
মুখের হাসির মতন, হাসির মতন।

 
আমারই হৃদয়ে রেখেছিলাম যাকে বুঝিনি
সে কখন রূপেরই মোহতে,
মোহতে ডুবেছিলাম বুঝিনি,
সে ভাঙবে মন, তাই তো
ফেলে এসেছি যত ছিল পিছুটান
আর গাই তোদের সাথে গান,
প্রাণ খুলে,
ভুলে যাই যত ছিল অতীতের জমা স্মৃতি।

 
প্রকৃতির বুকে হারিয়ে গেলেই
ভালো থাকা হবে শুধুই,
ইচ্ছে মতো কাটাই এ জীবন
যেখানে মুখসে পড়বে না বাঁধা কোনো,
সুন্দর মানুষের মন হয় না সুন্দর
মুখের হাসির মতন,
হাসির মতন, হো..
সুন্দর মানুষের মন হয় না সুন্দর
মুখের হাসির মতন, হাসির মতন..

Post a Comment

Previous Post Next Post