তুমি সুতোয় বেধেছো শাপলার ফুল


তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি
ভালবেসে সারাক্ষণ
ভালবেসে সারাক্ষণ
তুমি কেন এত ভয় ভয় কর
আস না আমার কাছে
তুমি তো জাননা কত কথা
এই অন্তরে জমা আছে
অন্তরে জমা আছে
সাত পাঁচ ভেবে ফিরে যাই
আমি আসি না তোমার কাছে
নিন্দুকের ই কলঙ্ক দাগ
পাও যদি তুমি পাছে ......
পাও যদি তুমি পাছে
আমি তোমারি জন্য সয়ে
যাব সব নিন্দার ই দংশন...
নিন্দার ই দংশন
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
তুমি আর আমি কাহিনী
হব বাংলার ঘরে ঘরে
মিলনে বিরহে পাশাপাশি
রব হাজার বছর ধরে
হাজার বছর ধরে
দুটি হৃদয়ে বয়ে যাবে নদী
কত না উজান ভাটি
আকাশা বাতাসে ধ্বনিত
হবে এই প্রেম চির খাঁটি ...
এই প্রেম চির খাঁটি
আমি তোমাকে হারালে
অবিরাম হবে দুচোখে বরষা...
দুচোখে বরষা
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি
ভালবেসে সারাক্ষণ
ভালবেসে সারাক্ষণ
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন

গানঃ তুমি সুতোয় বেধেছো শাপলার ফুল

শিল্পীঃ সুবীর নন্দী ও অনুপমা মুক্তি

কথাঃ গাজী মাজহারুল আনোয়ার

সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

ছায়াছবিঃ হাজার বছর ধরে

Post a Comment

Previous Post Next Post