#
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে,
পুবালী বাতাসে-
বাদাম দেইখ্যা, চাইয়া থাকি
আমার নি কেউ আসে রে।।
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে।
যেদিন হতে নতুন পানি
আসল বাড়ির ঘাটে
অভাগিনীর মনে কত
শত কথা উঠে রে।।
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে।
কত আসে কত যায় রে
নায় নাইওরির নৌকা
মায়ে ঝিয়ে বইনে বইনে
হইতেছে যে দেখা রে।।
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে।
আমি যে ছিলাম ভাই রে
বাপের গলায় ফাঁস
আমারে যে দিয়া গেল
সীতা বনবাস রে।।
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে।
আমারে নিল না নাইওর
পানি হইতে তাজা
দিনের পথ আধলে যাইতাম
রাস্তা হইত সোজা রে।।
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে।
ভাগ্য যাহার ভাল নাইওর
যাইবে আষাঢ় মাসে
উকিলেরই হইবে নাইওর
কার্তিক মাসের শেষে রে।।
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে।
গানঃ আষাড় মাইসা ভাসা পানি রে
শিল্পীঃ বারী সিদ্দিকী
ছায়াছবিঃ শ্রাবণ মেঘের দিন
Tags:
বাংলা গানের লিরিক্স