ভাবিলে কী হবে গো লিরিক্স - Vabile Ki Hobe Go Lyrics



গানঃ ভাবিলে কী হবে গো

শিল্পীঃ আশিক

কথা ও সুরঃ শাহ আবদুল করিম



ভাবিলে কি হবে গো
যা হইবার তা হইয়া গেছে
জাতি কূল যৌবন দিয়াছি
প্রাণ যাবে তার কাছে গো।।

কালার সনে প্রেম করিয়া
কাল নাগে দংশিছে
ঝাড়িয়া বিষ নামাইতে পারে
এমন কি কেউ আছে গো?

পিরিত পিরিত সবাই বলে
পিরিত যে কইরাছে
পিরিত কইরা জ্বইলা পুইড়া
কত জন যে মরছে গো।।

বলে বলুক লোকে মন্দ
কূলের ভয় কি আছে
আব্দুল করিম জীতে মরা
বন্ধু পাইলে বাচে গো।।

Post a Comment

Previous Post Next Post