বসন্ত বাতাসে সই গো লিরিক্স - Bosonto Batase Soi Go Lyrics



গানঃ বসন্ত বাতাসে সই গো

কথা ও সুরঃ শাহ আবদুল করিম



বসন্ত বাতাসে সই গো,
বসন্ত বাতাসে,
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে!..
সই গো, বসন্ত বাতাসে!..

বন্ধুর বাড়ির ফুল বাগানে
নানান বর্ণের ফুল,
ফুলের গন্ধে মনানন্দে
ভ্রমর হয় আকুল!..
সই গো, বসন্ত বাতাসে!..

বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি
বাড়ির পূর্ব ধারে,
সেথায় বসে বাজায় বাঁশি
প্রাণ নিলো তার সুরে!..
সই গো, বসন্ত বাতাসে!..

মন নিলো তার বাঁশির তানে,
রূপে নিলো আঁখি..
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকি!..
সই গো, বসন্ত বাতাসে!..

Post a Comment

Previous Post Next Post