তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় লিরিক্স - Tumi Sundor Tai Cheye Thaki Prio Lyrics



গানঃ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

শিল্পীঃ সতীনাথ মুখার্জী

কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম



তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।

চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।।

জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।

হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।

Post a Comment

Previous Post Next Post