জিবনের কাছে থেকে লেনদেন বুঝে নিয়ে লিরিক্স - Jiboner Kach Theke Lenden Bujhe Niye Lyrics


গানঃ বিবাগী

শিল্পীঃ জেমস

অ্যালবামঃ দুখিনী দুঃখ করোনা

সুরকারঃ জেমস

বছরঃ ১৯৯৭



জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে।।
ফিরে যাবে সবহারা একজন আজ রাতে।।
আলো আধাঁরী ছুঁয়ে ছুয়ে
ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী।।

নিজেকে উজাড় করা কষ্ট ঝরবে আজ রাতে
ক্লান্ত পথে আধাঁর শুধু ফিরবে তার সাথে।।
তারপর সবটুকু পরাজয় মেনে নিয়ে….
আলো আধাঁরী ছুঁয়ে ছুয়ে
ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী।।

যেটুকু হয়ে গেছে নষ্ট
সবটাই এলোমেলো
জীবিনের গল্পগুলো যেন রঙিন পাখা পেলো।।
তারপর পুড়ে পুড়ে একবুক ছাই নিয়ে…..
আলো আধাঁরী ছুঁয়ে ছুয়ে
ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী।।

Post a Comment

Previous Post Next Post