তুমি আমার প্রথম সকাল লিরিক্স - Tumi Amar Prothom Sokal Lyrics



গানঃ তুমি আমার প্রথম সকাল

শিল্পীঃ তপন চৌধুরী ও শাকিলা জাফর

কথাঃ লতিফুল ইসলাম শিবলী

সুরঃ আশিকুজ্জামান টুলু



তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা।

তুমি আমার একটু চাওয়ার
অনেক খানি পাওয়া।
তুমি আমার খর রোদে
মিষ্টি হিমেল হাওয়া।
তুমি আমার সূর্যাস্তে
ঝিকিমিকি বালুকা বেলা।
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা।
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার মরু প্রান্তে
ঘন সবুজ বন।
তুমি আমার তপ্ত বুকের
ঝড় ঝড় আষাঢ় শ্রাবণ।
তুমি আমার হৃদয়ে
হাজার তারার মেলা।
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা।
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল।

Post a Comment

Previous Post Next Post