সুন্দরবন রিসোর্ট - বাগেরহাট - Sundarban Resort - Bagerhat

 

সুন্দরবন রিসোর্ট

বাগেরহাট শহরের প্রাণকেন্দে অবস্থিত অন্যতম একটি রিসোর্ট ও পিকনিক স্পট হচ্ছে সুন্দরবন রিসোর্ট। আপনি যদি বাগেরহাট বা ষাটগম্বুজ মসজিদের আশেপাশে গিয়ে পিকনিক করতে চান তবে সুন্দরবন রিসোর্টই আপনার জন্য উপযুক্ত।

রিসোর্টটি ২৪ ঘন্টা খোলা থাকে। দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে হলে টিকেট কাটতে হবে। আপনি কোন পিকনিক আয়োজন করতে চাইলে তার জন্য আগে থেকেই যোগাযোগ করতে হবে।

পিকনিক আয়োজন করতে হলে যোগাযোগ করুনঃ +880173-8866226

কিভাবে যাওয়া যায়

বাগেরহাট জেলা বাস স্ট্যান্ড থেকে বাস, মাইক্রোবাস, সিএনজি, ইজিবাইক/ অটোরিক্সা যোগে সুন্দরবন যাওয়া যায়। ষাট গম্বুজ মসজিদের পশ্চিমে এর অবস্থান।

 

ফটোগ্যালারী

Post a Comment

Previous Post Next Post