সুলতানা বিবিয়ানা লিরিক্স - Sultana Bibiyana Lyrics



গানঃ সুলতানা বিবিয়ানা

শিল্পীঃ জেমস



সারাদিন ছোটাছুটি কিশোর-কিশোরী
দাড়িয়াবান্ধা বউচি ডাঙ্গুলি।
কানামাছি ভো ভো যারে পাবি তারে ছো,
হইচই সারাদিন আর আনন্দে...
সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা।
সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা।

ধানক্ষেত মাড়িয়ে পাটক্ষেত ছাড়িয়ে,
মেঠোপথে কাশবন দূরে যাই হারিয়ে।
নদীমাতা বাংলার পলিজমা চাদরে
হইচই সারাদিন আর আনন্দে...
সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখান,
সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা।

অপেন্টি বায়োস্কপ নাইন টেন টেস্কপ
রাজবাড়ীতে যেতে,
পান সুপারি খেতে
পানের আগায় মরিচ বাটা
স্প্রিং এর চাবি আঁটা।

পাঠশালা পালিয়ে দল বলে হাটুজলে
দাড়কানা মাছধরা বৈকালী কাবাডি
হাসাহাসি হো হো মনে শুধু গাইতো
হইচই সারাদিন আর আনন্দে।
সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা,
সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা।

Post a Comment

Previous Post Next Post