সমুদ্র সন্তান লিরিক্স - Somudro Sontan Lyrics


গানঃ সমুদ্র সন্তান

শিল্পীঃ সঞ্জীব চৌধুরী

ব্যান্ডঃ দলছুট

অ্যালবামঃ বাড়ি ফেরা হল না



চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও (২)

বুক জুড়ে এই বেজান শহর
হা হা শূণ্য আকাশ কাঁপাও,
আকাশ ঘিরে শঙ্খচীলের
শরীর চেরা কান্না থামাও,
আকাশ ঘিরে শঙ্খচীলের
শরীর চেরা কান্না থামাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও।
চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও।

আমি তোমার কান্না কুড়াই
কান্না উড়াই কান্না কাপাই
কান্না আমি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি
কান্না আমি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি
সমুদ্র কি তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখি

চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও(২)

Post a Comment

Previous Post Next Post