রঞ্জনা আমি আর আসব না লিরিক্স - Ronjona Ami Aar Asbo Na Lyrics



গানঃ রঞ্জনা আমি আর আসব না

শিল্পীঃ অঞ্জন দত্ত

কথা ও সুরঃ অঞ্জন দত্ত

অ্যালবামঃ সারা দেশ


পাড়ায় ঢুকলে ঢ্যাঙ খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবোনা
পাড়ায় ঢুকলে ঠ্যাঙ খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না

ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি
পদবীতে ছিলনা যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই
বৎসরে দু-একবার
বাংলায় সত্তর পাই আমি এক্সামে
ভালো লাগে খেতে ভাত-মাছ
গাঁজা-সিগারেট আমি কোনটাই ছুঁইনা
পারিনা চড়তে কোনো গাছ
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরো আমি পারবোনা
পারবোনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবেনা আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবোনা
রঞ্জনা আমি আর আসবোনা

বুঝবো কি করে আমি তোমার ওই মেঝদাদা
শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি, কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নিলু, বিলু কিংবা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারিনা
ভ্যা ভ্যা ভ্যা ভ্যাবাচেকা খাই
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরো আমি পারবোনা
পারবোনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবেনা আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবোনা
রঞ্জনা আমি আর আসবোনা

সত্যিকারের প্রেম জানিনা তো কি সেটা
যাচ্ছে জমে হোম-টাস্ক
লাগছেনা ভালো আর মেট্রো চ্যানেলটা
কান্না পাচ্ছে সারা রাত
হিন্দু কি জাপানী জানিনা তো তুমি কি
জানে ওই দাদাদের গ্যাঙ
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবোনা ছাড়তে এ ঠ্যাঙ
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরো আমি পারবোনা
পারবোনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবেনা আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবোনা
রঞ্জনা আমি আর আসবোনা

পাড়ায় ঢুকলে ঢ্যাঙ খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবোনা
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না

Post a Comment

Previous Post Next Post