গানঃ রাতের ট্রেন
শিল্পীঃ জেমস
সুরঃ জেমস
অ্যালবামঃ অনন্যা
ছুটছে রাতের ট্রেন
নিঝুম আঁধারে….
যাত্রীরা সব ঘুমে,
আমি জেগে…..
ছুটছে রাতের ট্রেন
নিঝুম আঁধারে….
যাত্রীরা সব ঘুমে,
আমি জেগে…..
নীলা হঠাৎ করে ছিঁড়েছে অটুট বাঁধন,
বুকে জেগেছে অনেক ক্রন্দন।
নীলা ক্ষমা কর আমাকে
চলেছি অন্য এক শহরে…….
নীলা কেমন করে ভুলব অবুঝ সৃতি….
আজো হৃদয়ে ছিল প্রীতি।
নীলা ক্ষমা কর আমাকে
চলেছি অন্য এক শহরে…….