রাতের ট্রেন লিরিক্স - Rater Train Lyrics - James



গানঃ রাতের ট্রেন

শিল্পীঃ জেমস

সুরঃ জেমস

অ্যালবামঃ অনন্যা



ছুটছে রাতের ট্রেন
নিঝুম আঁধারে….
যাত্রীরা সব ঘুমে,
আমি জেগে…..

ছুটছে রাতের ট্রেন
নিঝুম আঁধারে….
যাত্রীরা সব ঘুমে,
আমি জেগে…..

নীলা হঠাৎ করে ছিঁড়েছে অটুট বাঁধন,
বুকে জেগেছে অনেক ক্রন্দন।
নীলা ক্ষমা কর আমাকে
চলেছি অন্য এক শহরে…….

নীলা কেমন করে ভুলব অবুঝ সৃতি….
আজো হৃদয়ে ছিল প্রীতি।
নীলা ক্ষমা কর আমাকে
চলেছি অন্য এক শহরে…….

Post a Comment

Previous Post Next Post