মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে লিরিক্স - Matir Pinjirar Majhe Bondi Hoiya Re Lyrics



গানঃ মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে

শিল্পীঃ আগুন

কথা ও সুরঃ হাসন রাজা



মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।
মায়ে বাপে বন্দি কইলা খুশির মাজারে।
লালা ধলায় হইলাম বন্দি পিঞ্জরার ভিতরে।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে
মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।

পিঞ্জরায় সামাইয়া রে ময়নায় ছটফট ছটফট করে।
মজবুত পিঞ্জরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে
মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।

উড়িয়া যাইবো শুয়া পাখি পড়িয়া রইবো কায়া।
কিসের দেশ কিসের কেশ কিসের মায়া দয়া
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে
মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।

হাসন রাজায় ডাকবো যখন ময়না আয়রে আয়।
এমন নিষ্ঠুর ময়নায় আর কী ফিরিয়া চায়
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।।
মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।

Post a Comment

Previous Post Next Post