মাটির মানুষ হইয়া রে তুই লিরিক্স - Matir Manush Hoiya Re Tui Lyrics


গানঃ মাটির মানুষ হইয়ারে তুই

শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী

ছায়াছবি : কলমীলতা

সুরকারঃ শেখ সাদী খান

গীতিকারঃ মাহবুব তালুকদার

বছরঃ ১৯৮১



মাটির মানুষ হইয়ারে তুই
এই মাটিরে চিনলি না
পরাণ পাখি উইড়া গেলে
মাটি হইবো ঠিকানা রে মাটি বইবো ঠিকানা।।

এই মাটিরে, এই মাটিরে বাসলে ভাল
দুই চোখে তোর জ্বলবে আলো।

*** খুজিস যারে যে জন চির অজানা।
পরাণ পাখি উইড়া গেলে
মাটি হইবো ঠিকানা রে মাটি বইবো ঠিকানা।।

মনের মাঝে, মনের মাঝে আছে রে বন
সেই বনে যে লুকানো ধন।
খুজলে তারে পূর্ণ হবে
তোর জীবনের সাধনা, তোর জীবনের সাধনা
পরাণ পাখি উইড়া গেলে
মাটি হইবো ঠিকানা রে মাটি বইবো ঠিকানা।।

Post a Comment

Previous Post Next Post