ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না লিরিক্স - Bhalobese Gelam Sudhu Valobasa Pelam Na Lyrics


গানঃ ভালবেসে গেলাম শুধু

শিল্পীঃ এন্ড্রু কিশোর

অ্যালবামঃ কেউ কারো নয়

সুরকারঃ আলম খান



ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না।।

কারো আশার তরী হায়রে পায় খুজে কিনারা
নিরাশারই আধার আমার করে শুধু ইশারা
কারো আশার মালাখানি কন্ঠেতে শোভা পায়
আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়
কেন জানি না আমি কেন জানি না।।

চোখের কাছে সুখের পাখি খাঁচায় ধরা দিল না
এত কথা বোঝে পাখি মনের কথা বুঝলো না
আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে রয়
সেই না ব্যাথার বিষের হৃদয় তিলে তিলে হয়রে ক্ষয়
এত দিনে বুঝলাম আমি কেউ কারো নয়।।

Post a Comment

Previous Post Next Post