মানুষ মানুষের জন্য লিরিক্স - Manush Manusher Jonno Lyrics


গানঃ মানুষ মানুষের জন্য

শিল্পীঃ ভূপেন হাজারিকা

সুরকারঃ ভুপেন হাজারিকা

গীতিকারঃ ভুপেন হাজারিকা



মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না
ও বন্ধু….

মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে
লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু………..

বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু……….

Post a Comment

Previous Post Next Post