দুটি মন আর নেই দুজনার লিরিক্স - Duti Mon Ar Nei Dujonar Lyrics



গানঃ দুটি মন আর নেই দুজনার

শিল্পীঃ চিত্রা সিং

কথাঃ শ্যামল গুপ্ত



দুটি মন আর নেই দুজনার ।।
রাত বলে আমি সাথী হব যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রব যে।।
দুটি মন আর নেই দুজনার ।

ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না ।।
আমাদের মিতালীর মায়াতে
কানে কানে কত কথা কব যে
দুটি মন আর নেই দুজনার ।।
রাত বলে আমি সাথী হব যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রব যে।।
দুটি মন আর নেই দুজনার ।

শুকতারা বলে আমি আছি তাই
দিশাহারা হতে আর ভয় কি ।।
পাছে ঘুম ঝরে পড়ে দুচোখে
হাসি মুখে তাই জেগে রব যে
দুটি মন আর নেই দুজনার ।।
রাত বলে আমি সাথী হব যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রব যে।।
দুটি মন আর নেই দুজনার ।

Post a Comment

Previous Post Next Post