মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় লিরিক্স - Majhrate Chand Jodi Alo Na Bilay Lyrics


গানঃ মাঝ রাতে যদি

কন্ঠঃ টিপু

কথাঃ সোহেল চৌধুরী

সুরঃ সায়েদ হাসান

ব্যান্ডঃ অবসকিউর

অ্যালবামঃ আনপ্লাগড



মাঝ রাতে চাঁদ যদি
আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।

আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো
সরোবরে যদি ফোটে রক্ত কমল
অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো।

রূপালী বিজলী যদি নিরব থাকে
কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে
বুঝে নিও আমি আছি কাছাকাছি।

Post a Comment

Previous Post Next Post