একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার - Ekti Bangladesh Tumi Jagroto Jonotar


গানঃ একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

সুরকারঃ অজিত রায়

গীতিকারঃ নাইম গওহর



একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।

তোমার স্বাধীনতা গৌরব সৌরভে
এনেছে আমার প্রানের সূর্যে রৌদ্রেরও সজীবতা
দিয়েছে সোনালী সুখী জীবনের দৃপ্ত অঙ্গীকার।

সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।

তোমার ছায়া ঢাকা রৌদ্রেরেরও প্রান্তরে
রেখেছি অতল অমর বর্নে মুক্তির স্নেহ মাখা
জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার।

Post a Comment

Previous Post Next Post