কষ্ট কাকে বলে আয়ুব বাচ্চু লিরিক্স - Kosto Kake Bole Ayub Bacchu Lyrics


গানঃ কষ্ট কাকে বলে

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

সুরকারঃ লতিফুল ইসলাম শিবলী

অ্যালবামঃ কষ্ট



আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে
আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে

আমার নষ্ট হওয়া একটা পলক
নিজের চোখে তুলে নিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে
আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে

আমার দীর্ঘশ্বাসের একটা স্রোতে
তোমার সুখের তরী ভাসালেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে
আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে

Post a Comment

Previous Post Next Post