গানঃ কষ্ট কাকে বলে
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
সুরকারঃ লতিফুল ইসলাম শিবলী
অ্যালবামঃ কষ্ট
আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে
আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেইবুঝতেই তুমি কষ্ট কাকে বলে
আমার নষ্ট হওয়া একটা পলক
নিজের চোখে তুলে নিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে
আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে
আমার দীর্ঘশ্বাসের একটা স্রোতে
তোমার সুখের তরী ভাসালেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে
আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে