আরও কিছুক্ষণ কি রবে বন্ধু লিরিক্স - Aro Kichukkhon Ki Robe Bondhu Lyrics


গানঃ আরও কিছুক্ষণ কি রবে বন্ধু

শিল্পীঃ জেমস

অ্যালবামঃ নীরবতা



আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।

বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে।

কাজলো সে চোখের অতল গভীরে
হারিয়ে যে আমি একাকার
মিষ্টি সে সুরে রিনিঝিনি কাঁকন
দিয়েছে যে আমায় পরপার
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।

সাগরেরই বুকে উড়ে যায় গাংচিল
তুমি যেন তার ঠিকানা
জীবনেরই পথে একে যাই যার ছবি
তুমি যেন তার উপমা
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।

আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে

Post a Comment

Previous Post Next Post