গানঃ কান্দে শুধু মন
ব্যান্ডঃ ভূমি
এ্যালবামঃ যাত্রা শুরু
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে
দখিনা বাতাসের তোড়ে
খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে
ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা
ঝিলমিল নদীর কূলে আসিরে
কান্দে তবু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে
মাইনষের স্বপন
ঘুনে ধরা বইঠা যেন
দুমড়ায় মুচড়ায় যায়
সব বন্ধুরে
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে
Tags:
ব্যান্ড