জানতে চেও না কেমন আছি আমি লিরিক্স - Jante Cheo Na Kemon Achi Ami Lyrics



গানঃ কেমন আছি আমি জানতে চেও না

শিল্পীঃ মান্না দে

কথাঃ পুলক বন্দোপাধ্যায়

সুরঃ মান্না দে



কেমন আছি আমি
জানতে চেও না
ভালো থেকো তুমি
এই কামনা
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

কার আকাশে
জ্বলছো তারা হয়ে
কার আদরে
লুকিয়েছো কোন বুকে
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

কোন আবীরে
রাঙালে নিজেকে
ধূসরতা আজ
আমার দু’চোখে
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

Post a Comment

Previous Post Next Post