যাচ্ছে চলে ট্রাম বাস লিরিক্স - Jacche Chole Tram Bus Lyrics



গানঃ যাচ্ছে চলে

শিল্পীঃ অঞ্জন দত্ত

কথা ও সুরঃ অঞ্জন দত্ত

অ্যালবামঃ পুরোনো গীটার




যাচ্ছে চলে ট্রাম বাস ঠেলা টেম্পো
যাচ্ছে চলে শীত গ্রীষ্ম বসন্ত
যাচ্ছে চলে সব হন্তদন্ত হয়ে
এতসব যাচ্ছে কোথায়

যাচ্ছে গড়িয়ে পা কাটা ভিখারীর দল
যাচ্ছে কাঁধে নিয়ে গ্যাস বাতি ঝলমল
যাচ্ছে শুকিয়ে কত চোখের জল
এতসব যাচ্ছে কোথায়

যাচ্ছে সরে মেঘ চাঁদটাকে ছাড়িয়ে
যাচ্ছে সবাই রোজ জঞ্জাল মাড়িয়ে
যাচ্ছে নেশার ঘোরে জিভটাও জড়িয়ে
এতসব যাচ্ছে কোথায়
যাচ্ছে জমে কত আড্ডা তর্ক
যাচ্ছে ভেঙ্গে কত কত সম্পর্ক
বিগড়ে যাচ্ছে কত দম দেয়া যন্ত্র
এতসব যাচ্ছে কোথায়

যাচ্ছে কালো হাতটাকে করা শক্ত
যাচ্ছে জুটে কত ভন্ডের ভক্ত
যাচ্ছে ঝরে কত মানুষের রক্ত
এতসব যাচ্ছে কোথায়
যাচ্ছে পুলিশ দিয়ে হরতাল ঠ্যাঙানো
যাচ্ছে সৈন্যদের যুদ্ধটা করানো
যাচ্ছে মিথ্যে কথা সহজেই রটানো
এতসব যাচ্ছে কোথায়
যাচ্ছে খুলে আবার ইশকুলগুলো
যাচ্ছে পরে মাথার সব চুলগুলো
যাচ্ছে হয়ে বারবার এক ভুলগুলো
এতসব যাচ্ছে কোথায়
যাচ্ছে হলদে হয়ে অ্যালবাম ছবিটা
যাচ্ছে ভুলে যাওয়া কত কত কবিতা
যাচ্ছে জন্ম দেয়া টেস্টটিউব বেবিটা
এতসব যাচ্ছে কোথায়
যাচ্ছে জগতটা তাই ঘুরে যাচ্ছে
যাচ্ছে পেটটা ভরে তবু খিদে পাচ্ছে
যাচ্ছে তাই যে কতকিছু রোজ ঘটছে
এতসব যাচ্ছে কোথায়

যাচ্ছেনা এড়ানো শেষ শুয়ে পড়াটা
যাচ্ছেনা থামানো শেষ কাঁধে চড়াটা
যাচ্ছেনা জাগানো শ্মশ্মানের মড়াটাকে
যাচ্ছেনা তাই সে কোথাও

Post a Comment

Previous Post Next Post