গানঃ জানি না তোমার আমি ঠিকানা
শিল্পীঃ আতিক হাসান
কথা ও সুরঃ ইথুন বাবু
অ্যালবামঃ মাধবী কি ছিল ভুল
জানিনা তোমার আমি ঠিকানা
আছো লুকিয়ে দূর অজানা,
জানিনা তোমার আমি ঠিকানা
আছো লুকিয়ে দূর অজানা।
সব কিছুই লাগে অচেনা
দুঃখের মাঝে আমি একেলা।
জানিনা তোমার আমি ঠিকানা
আছো লুকিয়ে দূর অজানা।
যদি তোমার দেখা একবার পেতাম
শেষ কথাটি বলে বুকে টেনে নিতাম,
যদি তোমার দেখা একবার পেতাম
শেষ কথাটি বলে বুকে টেনে নিতাম।
বুকে জমানো শত বেদনা
এ জীবনে দেখা কি হবে না।
জানিনা তোমার আমি ঠিকানা
আছো লুকিয়ে দূর অজানা।
যেদিন আমাকে তুমি খুঁজে পাবে
মাটির বুকে সব রয়ে যাবে,
যেদিন আমাকে তুমি খুঁজে পাবে
মাটির বুকে সব রয়ে যাবে।
অন্ধকার ঘর একেলা
আমাকে ভেবে তুমি কেদনা।
জানিনা তোমার আমি ঠিকানা
আছো লুকিয়ে দূর অজানা,
জানিনা তোমার আমি ঠিকানা
আছো লুকিয়ে দূর অজানা।
সব কিছুই লাগে অচেনা
দুঃখের মাঝে আমি একেলা।
জানিনা তোমার আমি ঠিকানা
আছো লুকিয়ে দূর অজানা।
Tags:
আতিক হাসান