আলো আলো আমি কখনও লিরিক্স - তাহসান - Alo Alo Ami Kokhon Lyrics - Tahsan



গানঃ আলো

শিল্পীঃ তাহসান

কথা ও সুরঃ তাহসান



তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার।
স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার।
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি।

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না হবে না, হবে না............

রোমন্থন করি ফেলে আশা
দৃশ্যপট স্বপ্নে আঁকা।
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়তো ভবিষ্যতের আড়ালে।

ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা।
তবে আজ এত একা কেন
আলো হয়ে দূরে তুমি।

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না হবে না, হবে না............

কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি।

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না হবে না, হবে না............

Post a Comment

Previous Post Next Post