হয় যদি বদনাম লিরিক্স - Hoy Jodi Bodnam Lyrics



গানঃ হয় যদি বদনাম
শিল্পীঃ জাফর ইকবাল
অ্যালবামঃ বদনাম


হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
অন্ধ গলির এই যে আঁধার
বন্ধু হলো আজ আমার।।

হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।


জীবন ভরে ছিল শুধু হাসি শুধু গান
কোথা যে হারালো
কেঁদে কেঁদে বলে প্রাণ।।
বকুল শুকালো সুবাশ হারালো
আর কিছু বাকি নেই হারাবার।

হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।

দুখের আগুনে পুড়ে গেছে অন্তর
ঝরে ভেঙ্গে গেছে
বালুচরে বাঁধা ঘর।।
এখন মরণ এলে
কাছে ডেকে নিলে
ছুটে যাব ভেংগে পারাবার।

হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।

Post a Comment

Previous Post Next Post