বৃষ্টি দেখে অনেক কেঁদেছি লিরিক্স - Brishti Dekhe Onek Kedhechi Lyrics



গানঃ বৃষ্টি দেখে অনেক কেদেছি
শিল্পীঃ পার্থ বড়ুয়া

বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…


দক্ষিণা বাতাসে তোমার ভীরু দীর্ঘশ্বাস
আঁধার ঝড়াবে আমার প্রিয় সর্বনাশ
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…


জানালার ওপাশে তোমার দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান তোমায় কান্না সাত সুর
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…

Post a Comment

Previous Post Next Post