বধু কোন আলো লাগল চোখে লিরিক্স - Bodhu Kon Alo Laglo Chokhe Lyrics



গানঃ বধু, কোন আলো লাগল চোখে

শিল্পীঃ উজ্জ্বয়িনী মুখার্জী

কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

ছায়াছবিঃ হ্যালো ২ (সিরিজ)



বধু, কোন আলো লাগল চোখে!
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে!

ছিল মন তোমারি প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি,
ছিল মর্মবেদনাঘন অন্ধকারে,
জন্ম-জনম গেল বিরহশোকে।

অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে,
সংগীতশূন্য বিষণ্ন মনে
সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি
পোহাব কি নির্জনে শয়ন পাতি!

সুন্দর হে, সুন্দর হে,
বরমাল্যখানি তব আনো বহে,
অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে
হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে॥

Post a Comment

Previous Post Next Post