মুভিঃ বিশ্বসুন্দরী
অভিনয়ঃ সিয়াম আহমেদ, পরিমনি, ফজলুর রহমান বাবু, চম্পা প্রমুখ
পরিচালকঃ চয়নিকা চৌধুরী
জনরাঃ রোমান্টিক, ড্রামা
প্রকাশনাঃ জাজ মাল্টিমিডিয়া
Google User: 86%
BS Rating: 8.8/10
মুভি বৃত্তান্তঃ
নাটকের অঙ্গনে চয়নিকা চৌধুরী এক অনন্য রত্ন। তার নাটক ভাল লাগে নি এমন মানুষ খাজে পাওয়া ভার। এই প্রথম চয়নিকা চৌধুরি কোন চলচ্চিত্র তৈরী করছেন। বাংলাদেশের বহুল আলোচিত একটি চলচ্চিত্র এই "বিশ্বসুন্দরী"। সকলেই ছবিটি নিয়ে বেশ আশাবাদী। বিশ্বসুন্দরী ছবিটি ২০১৯ এর শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর কারণে এর শ্যুটিং ও কার্যক্রম বন্ধ হয়ে যায়। যার ফলশ্রুতিতে ছবিটি নির্দিষ্ট সময়ে মুক্তি দেওয়া সম্ভব হয় নি। ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী ও পরিমনি ফেসবুকে জানান, "সবকিছু ঠিক থাকলে আগামী ১১ই ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষীত 'বিশ্বসুন্দরী'।"শুভমুক্তিঃ ১১ই ডিসেম্বর ২০২০
ছবির গানসমূহঃ
■ তুই কি আমার হবি রে (ইমরান, কনা)
■ সুন্দর মানুষ (প্রীতম হাসান)
ডাউনলোডঃ
মুভিটি অনলাইনে আসার সঙ্গে সঙ্গে এখানে দেওয়া হবে।
Tags:
মুভি রিভিউ