বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া লিরিক্স - Behaya Monta Loiya Tomare Bhalobasiya Lyrics



গানঃ বেহায়া মনটা লইয়া

শিল্পীঃ সালমা

কথা ও সুরঃ শামসুল হক চিশতী



বেহায়া মনটা লইয়া,
তোমারে ভালোবাসিয়া
আজ আমার ঘটিল জঞ্জাল
বেহায়া মনটা লইয়া,
তোমারে ভালোবাসিয়া
আজ আমার ঘটিল জঞ্জাল
ও তোরে ভালোবাসি বলে,
লোকে কয় চণ্ডাল
আমি তোরে ভালোবাসি বলে,
লোকে কয় চণ্ডাল
কাটা গায়ে নুন ছিটায়া,
কাটা গায়ে নুন ছিটায়া
খুচাইয়া তুলতেছো ছাল ,
আজ আমার ঘটিল জঞ্জাল।
বেহাইয়া মনটা লইয়া,
তোমারে ভালোবাসিয়া
আজ আমার ঘটিল জঞ্জাল।

ও তুই যতই ব্যেথা দিয়েছিস নিঠুর,
ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর,
ওরে লেগেছে মধুর।
যেমন প্রভুর দ্বার ছাড়েনা কুকুর,
যেমন প্রভুর দ্বার ছাড়েনা কুকুর
যতই করুক বেত্রাঘাত
তোর লাইগা রে,
তোর লাইগা
বেহায়া মনটা করে রে উৎপাত।
আমি শোনো বলি প্রাণনাথ,
তোর লাইগা
বেহায়া মনটা করে রে উৎপাত।

ও তুই প্রেম সাগরে ভাসাইয়া তরী,
মাঝসাগরে প্রেমের নাওটা ডুবাইয়া দিলি,
ওরে ডুবাইয়া দিলি।
ও তুই কোন বা দোষে কোন কারণে
ও তুই কোন বা দোষে কোন কারণে
ছাইড়া দিলি আমার সাথ।
তোর লাইগা রে,
তোর লাইগা
বেহায়া মনটা করে রে উৎপাত।

বেহায়া মনটা লইয়া,
তোমারে ভালোবাসিয়া
আজ আমার ঘটিল জঞ্জাল
বেহায়া মনটা লইয়া,
তোমারে ভালোবাসিয়া
আজ আমার ঘটিল জঞ্জাল
ও তোরে ভালোবাসি বলে,
লোকে কয় চণ্ডাল
আমি তোরে ভালোবাসি বলে,
লোকে কয় চণ্ডাল
কাটা গায়ে নুন ছিটায়া,
কাটা গায়ে নুন ছিটায়া
খুচাইয়া তুলতেছো ছাল ,
আজ আমার ঘটিল জঞ্জাল।
বেহাইয়া মনটা লইয়া,
তোমারে ভালোবাসিয়া
আজ আমার ঘটিল জঞ্জাল।

Post a Comment

Previous Post Next Post