আমার রঙিন কতগুলো দিন লিরিক্স - Amar Rongin Kotogulo Din Lyrics



গানঃ আমার রঙিন কতগুলো দিন

শিল্পীঃ শাফিন আহমেদ

ব্যান্ডঃ মাইলস



আমার রঙিন কতগুলো দিন
রয়েছে তোমারই কাছে- ফিরিয়ে দাও।
না হয় আমার হৃদয়ে যে ব্যথা
বুকের মাঝে জমে আছে- ফিরিয়ে নাও।
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও।
আমার রঙিন কতগুলো দিন
রয়েছে তোমারই কাছে- ফিরিয়ে দাও।

রূপকথাসম যে স্মৃতি রয়েছে হাজার
আঘাত করে কেন যায় শুধু বারবার।
বড় কষ্টে জমানো ধূসর সে প্রেম,
কালো দাগ রেখে গেছে- তুমি নিয়ে যাও।
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও।
আমার রঙিন কতগুলো দিন
রয়েছে তোমারই কাছে- ফিরিয়ে দাও।

সুখের সময় যেন এক অবোধ স্মৃতি
দুঃখ স্রোতে ধেয়ে যেন এক নিয়তি।
বুকের মাঝে চেপে রয় পাথর সময়
নিদ্রাহীন দুচোখে ঘুম দিয়ে যাও।
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও
এরপর যাও, চলে যাও, যেখানে তুমি চাও।
আমার রঙিন কতগুলো দিন
রয়েছে তোমারই কাছে- ফিরিয়ে দাও।
না হয় আমার হৃদয়ে যে ব্যথা
বুকের মাঝে জমে আছে- ফিরিয়ে নাও।
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও
এরপর যাও, চলে যাও, যেখানে তুমি চাও।

Post a Comment

Previous Post Next Post