আমার বুখের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে - Amar Buker Moddhe Khane Mon Jekhane Hridoy Jekhane


গানঃ আমার বুকের মধ্যেখানে

শিল্পীঃ এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী

ছায়াছবিঃ নয়নের আলো

সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল



আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি
রেখেছি কত না যতনে।।

তোমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো
আর কোথাও যাব না জীবনে

তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর ।।
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি
রেখেছি কত না যতনে।।

সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় ।।
তেমনি করে আমার এ মন তোমায় পেতে চায়,
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি
রেখেছি কত না যতনে।।

তোমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো
আর কোথাও যাব না জীবনে

Post a Comment

Previous Post Next Post