আহা আজি এ বসন্তে লিরিক্স - Aha Aji E Bosonte Lyrics



গানঃ আহা আজি এ বসন্তে

শিল্পীঃ ইন্দ্রাণী সেন

কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর



আহা আজি এ বসন্তে
এত ফুল ফোটে,
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা আজি এ বসন্তে।।

সখির হৃদয় কুসুম কোমল
আর অনাদরে আজি ঝড়ে যায়
কেন কাছে আস,
কেন মিছে হাসো
কাছে যে আসে তো,
সে তো আসিতে না চায়।।
আহা আজি এ বসন্তে
এত ফুল ফোটে,
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা আজি এ বসন্তে।।

সুখে আছে যারা সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
দুঃখিনী নারীর নয়নেরও নীড়
সুখী জনে যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বোঝেনা
তারা ফিরেও না চায়।।
আহা আজি এ বসন্তে
এত ফুল ফোটে,
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা আজি এ বসন্তে।।

Post a Comment

Previous Post Next Post