গানঃ দিল কি দয়া হয় না
শিল্পীঃ এস আই টুটুল
দিন দুনিয়ার মালিক খোদা
দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
দিন দুনিয়ার মালিক খোদা
দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
সব দিয়ে যার সব কেঁড়ে নাও
সব দিয়ে যার সব কেঁড়ে নাও
তার তো প্রাণে শয় না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
দিন দুনিয়ার মালিক খোদা
দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
কাঁটার আঘাত দাওগো যার তার
কাঁটার আঘাত দাওগো যার তার
ফুলের আঘাত শয় না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
দিন দুনিয়ার মালিক খোদা
দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
সব পথে যার কাঁটায় ঘেরা
কোনবা পথে চলবে
আহা কোনবা পথে চলবে
যে বুকে তার ব্যাথায় ভরা
কোনবা মুখে বলবে
আহা কোনবা মুখে বলবে
আহা কোনবা মুখে বলবে
দিন দুনিয়ার মালিক খোদা
দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না