আমার গলার হার খুলে নে - Amar Golar Har Khule Ne


গানঃ আমার গলার হার খুলে নে
শিল্পীঃ নিনা হামিদ

 

আমার গলার হার খুলে নে ওগো ললিতে।

আমার হার পরে আর কি ফল আছে গো,

প্রাণবন্ধু নাই ব্রজেতে।

 

গলার হার কি আর শোভা আছে,

যার শোভা তার সঙ্গে গেছে গো,

এখন কৃষ্ণ নামের মালা গেঁথে

দেনা আমার গলেতে।

 

আর বিসাখা নে হাতের বালা,

চম্পকা নে গলার মালা গো,

সুচিত্রা নে কানের পাশা

আশা নাই আর বাঁচিতে।

 

প্রাণের বন্ধু যদি আসে দেশে

বলিস্‌ তোরা বন্ধুর কাছে গো,

রাই কৃষ্ণ শোকে প্রাণ ত্যজেছে যমুনার জলেতে।

Post a Comment

Previous Post Next Post