গানঃ প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে
Song: Protidin Tomay Dekhi
শিল্পীঃ রুনা লায়লা
গীতিকার : দেবু ভট্টাচার্য্য
সুরকার : মনিরুজ্জামান
প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে।
ও আমার দেশ ও আমার বাংলাদেশ।
প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে।
ও আমার দেশ ও আমার বাংলাদেশ।
ও আমার দেশ ও আমার বাংলাদেশ।।
নদীর ধারায় পাখির গানে,
নতুন স্বপ্নের ছবি আনে।
নদীর ধারায় পাখির গানে,
নতুন স্বপ্নের ছবি আনে।
প্রতি প্রাণে প্রেরণার শিহর লাগে।
প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে।
ও আমার দেশ ও আমার বাংলাদেশ।
ও আমার দেশ ও আমার বাংলাদেশ।।
ফসল শোভায় আলোর তৃষা,
নতুন ছন্দের পেল দিশা।
ফসল শোভায় আলোর তৃষা,
নতুন ছন্দের পেল দিশা।
প্রতি মনে চেতনায় জোয়ার জাগে।
প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে।
ও আমার দেশ ও আমার বাংলাদেশ।
ও আমার দেশ ও আমার বাংলাদেশ।।
ও আমার দেশ ও আমার বাংলাদেশ।
ও আমার দেশ ও আমার বাংলাদেশ।।