একবার যেতে দে না - Ekbar Jete Dena Lyrics


গানঃ একবার যেতে দে না
Song: Ekbar Jete Dena
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
গীতিকার : হাসান আলী
সুরকার : মনিরুজ্জামান


একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।
যেথায় কোকিল ডাকে কুহু,
দোয়েল ডাকে মুহু মুহু,
নদী যেথায় ছুটে চলে
আপন ঠিকানায়
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।

পিদিম জ্বালা সাঁঝের বেলা,
শান বাঁধানো ঘাটে।
গল্প কথার পানসি ভিড়ে
রুপ কাহিনীর বাটে।
পিদিম জ্বালা সাঁঝের বেলা,
শান বাঁধানো ঘাটে।
গল্প কথার পানসি ভিড়ে
রুপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রান জুড়িয়ে যায়
মধুর মধুর মায়ের কথায়
প্রান জুড়িয়ে যায়
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।


ফসল ভরা স্বপ্ন ঘেরা,
পথ হারানো ক্ষেতে।
মৌ মৌ মৌ গন্ধে যেথায়,
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।
যেথায় কোকিল ডাকে কুহু,
দোয়েল ডাকে মুহু মুহু,
নদী যেথায় ছুটে চলে
আপন ঠিকানায়
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।

Post a Comment

Previous Post Next Post