গানঃ অল্প অল্প করে জীবনের গল্প
Song: Olpo Olpo Kore Jiboner Golpo
শিল্পীঃ সৈয়দ আবদুল হাদী, মনির খান ও আবিদা সুলতানা
কথা ও সুরঃ গাজী মাজহারুল আনোয়ার
ছায়াছবিঃ জীবনের গল্প
অল্প অল্প করে জীবনের গল্প, (সৈয়দ আবদুল হাদী)
থরে থরে সাজানো তো থাকবেই।
অল্প অল্প করে জীবনের গল্প, (মনির খান)
থরে থরে সাজানো তো থাকবেই।
কখনও সূর্য–দিন, কখনও চন্দ্র–রাত, (আবিদা সুলতানা)
কখনও গ্রহণ তো লাগবেই।
অল্প অল্প করে জীবনের গল্প, (সম্মিলিত)
থরে থরে সাজানো তো থাকবেই।
লাল্ লাল্ লা লা লা লা লা (মনির খান)
লাল্ লাল্ লা লা লা লা লা (আবিদা সুলতানা)
লাল্ লাল্ লা লা লা লা লা (দুজনে)
লা লা লা লা লা
গল্পের প্রথম পাতায়, (সৈয়দ আবদুল হাদী)
লেখা আছে দুজনার নাম।
কী করে দুজনে কাছে আসলাম।
গল্পের দ্বিতীয় পাতায়, (আবিদা সুলতানা)
চোখে চোখে রাখা শুধু চোখ।
সোহাগে আদরে ভরেছে এ বুক।
তারপর, তারপর শাখা–প্রশাখা, (মনির খান)
সেখানেও রয়েছে লেখা।
তোমাদের আসা আছে যাওয়া শুধু নেই।
অল্প অল্প করে জীবনের গল্প, (সম্মিলিত)
থরে থরে সাজানো তো থাকবেই।
লাল্ লাল্ লা লা লা লা লা (আবিদা সুলতানা)
লাল্ লাল্ লা লা লা লা লা (মনির খান)
লাল্ লাল্ লা লা লা লা লা (সম্মিলিত)
লা লা লা লা লা
গল্পের মাঝে পাতায়, (আবিদা সুলতানা)
বাধা হলো স্বপ্নের ঘর।
আপনার হয়েছে যে ছিল পর।
গল্পের শেষের পাতায়, (সৈয়দ আবদুল হাদী)
অবিরাম গানেরই রেশ।
শেষটায় এসেও হয় না শেষ।
তারপর, তারপর দেখা–অদেখা, (মনির খান)
সেখানেও রয়েছে লেখা।
একটি ছাদের নিচে রবো এভাবেই।
অল্প অল্প করে জীবনের গল্প, (আবিদা সুলতানা)
থরে থরে সাজানো তো থাকবেই।
কখনও সূর্য–দিন, কখনও চন্দ্র–রাত, (সৈয়দ আবদুল হাদী)
কখনও গ্রহণ তো লাগবেই।
অল্প অল্প করে জীবনের গল্প, (সম্মিলিত)
থরে থরে সাজানো তো থাকবেই।