বিষম পিরিতি পিরিতি সই


গানঃ বিষম পিরিতি পিরিতি সই

Song: Bishomo Piriti Piriti Soi

শিল্পীঃ ডলি সায়ন্তনী

অ্যালবামঃ বিরহী প্রহর



বিষম পিরিতি পিরিতি পিরিতি সই,
বন্ধ মনের তালা চাবি আছে কই?
বিষম পিরিতি পিরিতি পিরিতি সই,
বন্ধ মনের তালা চাবি আছে কই?
চাবি নিয়ে কোন বন্ধুয়া থাকে দূরে?
উঠাল পাথাল মন পথ চেয়ে রই।
বিষম পিরিতি পিরিতি পিরিতি সই,
বন্ধ মনের তালা চাবি আছে কই?
চাবি নিয়ে কোন বন্ধুয়া থাকে দূরে?
উঠাল পাথাল মন পথ চেয়ে রই।
বিষম পিরিতি পিরিতি পিরিতি সই,
বন্ধ মনের তালা চাবি আছে কই?


ধিকি ধিকি নাকা তিনা,
না তিনা তিনা,
ধিকি ধিকি নাকা তিনা।


অন্তর জ্বলে শুধু ধিকিধিকি,
জল দিলে নেভে না হলো একি।
অন্তর জ্বলে শুধু ধিকিধিকি,
জল দিলে নেভে না হলো একি।
ও আমি কইতেও পারি না,
সইতেও পারি না,
পাগলিনী হয়ে তার পথ চেয়ে রই।
শুধু পথ পানে চেয়ে রই।
বিষম পিরিতি পিরিতি পিরিতি সই,
বন্ধ মনের তালা চাবি আছে কই?
চাবি নিয়ে কোন বন্ধুয়া থাকে দূরে?
উঠাল পাথাল মন পথ চেয়ে রই।
বিষম পিরিতি পিরিতি পিরিতি সই,
বন্ধ মনের তালা চাবি আছে কই?


ধিকি ধিকি নাকা তিনা,
না তিনা তিনা,
ধিকি ধিকি নাকা তিনা।


চিরদিন রেখ মনে এ পিরিতি,
বন্ধু তোমার কাছে এ মিনতি।
চিরদিন রেখ মনে এ পিরিতি,
বন্ধু তোমার কাছে এ মিনতি।
ও আমি জাত কূল বুঝি না,
লোক লাজ মানি না,
শুধু জানি একদিন আসবে গো সই।
তাই তো পথ পানে চেয়ে রই।
বিষম পিরিতি পিরিতি পিরিতি সই,
বন্ধ মনের তালা চাবি আছে কই?
চাবি নিয়ে কোন বন্ধুয়া থাকে দূরে?
উঠাল পাথাল মন পথ চেয়ে রই।


বিষম পিরিতি পিরিতি পিরিতি সই,
বন্ধ মনের তালা চাবি আছে কই?
চাবি নিয়ে কোন বন্ধুয়া থাকে দূরে?
উঠাল পাথাল মন পথ চেয়ে রই।
বিষম পিরিতি পিরিতি পিরিতি সই,
বন্ধ মনের তালা চাবি আছে কই?


ধিকি ধিকি নাকা তিনা,
না তিনা তিনা,
ধিকি ধিকি নাকা তিনা।

Post a Comment

Previous Post Next Post