গানঃ বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইয়ো না
Song: Bondhu Re, Tumi More Vuila Jaio Na
শিল্পীঃ মিরা সিনহা
কথা ও সুরঃ মাহমুদ জুয়েল
বন্ধু, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা,
সবখানে বিচরণ করি তুমি জানো না।
ও বন্ধু, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা,
সবখানে বিচরণ করি তুমি জানো না।
ও বন্ধু, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা,
সবখানে বিচরণ করি তুমি জানো না।
তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে,
ভালবাসার কাজল হইলাম তোমার নয়নে।
বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইও না।
ও বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইও না।
ও আমি জ্বালাই প্রেমের বাতি,
তোমায় ভাবি সারা রাতি,
আমার চোখে ঘুম তো আসে না।
ও আমি জ্বালাই প্রেমের বাতি,
তোমায় ভাবি সারা রাতি,
আমার চোখে ঘুম তো আসে না।
ও আমি থাকি আউলা চুলে,
আমি সব কিছু যাই ভুলে।
কোন কাজে মন তো বসে না।
তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে,
ভালবাসার কাজল হইলাম তোমার নয়নে।
বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইও না।
ও বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইও না।
এ কেমনতর জ্বালা,
যায় না কাউকে বলা,
চুপি চুপি অন্তর পুড়ে ছাই।
এ কেমনতর জ্বালা,
যায় না কাউকে বলা,
চুপি চুপি অন্তর পুড়ে ছাই।
এই মন পিঞ্জনের মাঝে,
শুধু বিরহের সুর বাজে,
তোমায় দেখি যেদিকে তাকাই।
তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে,
ভালবাসার কাজল হইলাম তোমার নয়নে।
বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইও না।
ও বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইও না।
বন্ধু, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা,
সবখানে বিচরণ করি তুমি জানো না।
তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে,
ভালবাসার কাজল হইলাম তোমার নয়নে।
বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইও না।
ও বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইও না।
বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইও না।
ও বন্ধু রে, তুমি মোরে ভুইলা যাইও না।