ও প্রাণ বন্ধু রে জানলে কি আর করতাম ভালবাসা


গানঃ ও প্রাণ বন্ধু রে
Song: O Pran Bondhu Re
শিল্পীঃ পলাশ ও মিনু
কথা ও সুরঃ শাহ আবদুল করিম
ধরণঃ লোক সঙ্গীত


ও প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?
ও প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?
পিরিত কইরা এই ফল হইলো,
জগতে কলঙ্ক রইলো।
পিরিত কইরা এই ফল হইলো,
জগতে কলঙ্ক রইলো।
না মিটিলো মনের গোপন আশা।
প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?
ও প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?

সবাই বলে কালা কালা,
আমি বলি রুপের ডালা।
সবাই বলে কালা কালা,
আমি বলি রুপের ডালা।
এমন রুপ আর ত্রিভূবনে হয় না।
শুনলে সকল পাড়ার লোকে,
চুনকালি দেয় আমার মুখে।
শুনলে সকল পাড়ার লোকে,
চুনকালি দেয় আমার মুখে।
উলের বউজি বলে কূলনাশা।
প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?
ও প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?

সাধ কইরা প্রাণ দিলাম যারে,
এখন কেন পাই না তারে?
সাধ কইরা প্রাণ দিলাম যারে,
এখন কেন পাই না তারে?
বিচ্ছেদ জ্বালা প্রাণে আমার সয় না।
কত যে ছলনা করে,
ঘরের বাহির করলো মোরে।
কত যে ছলনা করে,
ঘরের বাহির করলো মোরে।
জীবনে মারিল সর্বনাশা।
প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?
ও প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?

একদিন বন্ধু হইয়া পাগল,
আমারে করিলো পাগল।
একদিন বন্ধু হইয়া পাগল,
আমারে করিলো পাগল।
এখন কেন আমার কথা কয় না?
মুখের কথায় ভালবেসে,
কূল ছেড়ে চলিলাম ভেসে।
মুখের কথায় ভালবেসে,
কূল ছেড়ে চলিলাম ভেসে।
স্রোতের শেওলার মতো হইলো দশা।
প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?
ও প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?
পিরিত কইরা এই ফল হইলো,
জগতে কলঙ্ক রইলো।
পিরিত কইরা এই ফল হইলো,
জগতে কলঙ্ক রইলো।
না মিটিলো মনের গোপন আশা।
প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?
ও প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?
ও প্রাণ বন্ধু রে,
জানলে কি আর করতাম ভালবাসা?
ও প্রাণ বন্ধু রে,

জানলে কি আর করতাম ভালবাসা?

Post a Comment

Previous Post Next Post