বেদের মেয়ে জ্যোৎস্না


গানঃ বেদের মেয়ে জ্যোৎস্না
Song: Beder Meye Josna
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও রুনা লায়লা
কথাঃ তোজাম্মেল হক বকুল
সুরঃ আবু তাহের
ছায়াছবিঃ বেদের মেয়ে জ্যোৎস্না



বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,              [ছেলে]
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।

তুমি জ্যোৎস্না হেথা, দিয়েছিলে কথা,
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যাথা।
তুমি জ্যোৎস্না হেথা, দিয়েছিলে কথা,
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যাথা।
বল তুমি, এইখানেতে আসতে কতক্ষণ?
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।

আমি যখন রানতে বসি, বন্ধু বাজাও বাঁশি,             [মেয়ে]
রান্নাবাড়া রেখে আমি কেমন করে আসি?
আমি যখন রানতে বসি, বন্ধু বাজাও বাঁশি,
রান্নাবাড়া রেখে আমি কেমন করে আসি?
দাদারে দাদীরে আমি কী দিয়ে বুঝাই?
কাঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,              [ছেলে]
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।

কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া?        [মেয়ে]
এইসব কথা রেখে তুমি আমায় করো বিয়া।              [ছেলে]
কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া?        [মেয়ে]
এইসব কথা রেখে তুমি আমায় করো বিয়া।              [ছেলে]
আরে চলো চলো চলো বন্ধু ঘরে ফিরে যাই,             [উভয়ে]
দাদা আর দাদীরে গিয়ে নিরালায় বোঝাই।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,              [ছেলে]
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post