গানঃ তোমাকে ভুলতে গিয়ে
Song: Tomake Vulte Giye
শিল্পীঃ খালিদ হাসান মিলু ও কনক চাঁপা
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ বিদ্রোহ চারিদিকে
তোমাকে ভুলতে গিয়ে,
বারবার মনে পড়ে যায়।
দোষ দিও না আমাকে তুমি,
প্রেম যে বড় অসহায়।
তোমাকে ভুলতে গিয়ে,
বারবার মনে পড়ে যায়।
দোষ দিও না আমাকে তুমি,
প্রেম যে বড় অসহায়।
তোমাকে ভুলতে গিয়ে,
বারবার মনে পড়ে যায়।
তুমি যেন আমার শত জনমের প্রেম,
যুগে যুগে ছিল পরিচয়।
এত ভালবাসা, মেটে না পিপাসা,
পলে পলে তাই মনে হয়।
তুমি যেন আমার শত জনমের প্রেম,
যুগে যুগে ছিল পরিচয়।
এত ভালবাসা, মেটে না পিপাসা,
পলে পলে তাই মনে হয়।
দোষ দিও না আমাকে তুমি,
তুমি যেন প্রাণ দেহটায়।
তোমাকে ভুলতে গিয়ে,
বারবার মনে পড়ে যায়।
বেঁচে আছি আমি এই পৃথিবীতে,
তুমি পাশে রয়েছো যে তাই।
তুমি বিনে জীবন, হবে বুঝি এমন,
আগুনে পোড়া শুধু ছাই।
বেঁচে আছি আমি এই পৃথিবীতে,
তুমি পাশে রয়েছো যে তাই।
তুমি বিনে জীবন, হবে বুঝি এমন,
আগুনে পোড়া শুধু ছাই।
দোষ দিও না আমাকে তুমি,
দূরে থাকা আজ বড় দায়।
তোমাকে ভুলতে গিয়ে,
বারবার মনে পড়ে যায়।
দোষ দিও না আমাকে তুমি,
প্রেম যে বড় অসহায়।
তোমাকে ভুলতে গিয়ে,
বারবার মনে পড়ে যায়।
দোষ দিও না আমাকে তুমি,
প্রেম যে বড় অসহায়।
তোমাকে ভুলতে গিয়ে,
বারবার মনে পড়ে যায়।
i like it
ReplyDelete